Home Uncategorized 'শেরনি'-র অপেক্ষায় বিদ্যা!

'শেরনি'-র অপেক্ষায় বিদ্যা!

3
0
Spread the love


এই সময় ডিজিটাল ডেস্ক: কোন তারকার আসন্ন মুভি কী আসতে চলেছে, সেই নিয়ে ফ্যানদের উত্‍সাহ কম থাকে না। এবার ফ্যানেদের খুশি করতে নিজেই ইন্সটাগ্রামে আসন্ন ছবির কথা জানালেন বিদ্যা বালান।

বৃহস্পতিবার, ইন্সটাগ্রেম একটি ছবির পোস্টার দিয়ে তিনি লিখেছেন, “Thrilled to announce my next film -#SHERNI …’ শ্যুটিং শুরুর অপেক্ষায় আর থাকতে পারছি না। সিনেমার পরিচালক নিউটন খ্যাত অমিত মাসুরকর। প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণা কুমার ও অমিত মাসুরকর।

হিউম্যান কম্পিউটার শকুন্তলা দেবীর বায়োপিকে মুখ্যচরিত্রে দেখা যাবে বিদ্যাকে। এই সিনেমায় দেখা যাবে সানয়া মালহোত্রা ও যীশু সেনগুপ্ত।


সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৮ মে।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here